AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী হকিতে চ্যাম্পিয়ন সবুজ দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:১৭ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নারী হকিতে চ্যাম্পিয়ন সবুজ দল

বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দলের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দল ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন লাল দলকে।


ফাইনালের তিন গোলের মধ্যে দুটি করেছেন সবুজ দলের তামান্না আক্তার ও সোনিয়া খাতুন একটি। প্রথমার্ধে সবুজ দল ২-০ গোলে এগিয়ে ছিল। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও ওয়ালটনের নির্বাহী পরিচালন জনাব এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

 

ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

একুশে সংবাদ/এসএস

Link copied!