ইসরায়েলি আগ্রাসনে ফের রক্তাক্ত ফিলিস্তিন। গত সপ্তাহে গাজায় তাদের বর্বর হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের তালিকায় রয়েছে শিশুরাও। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের জন্য মন কাঁদছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজার মানুষের জন্য প্রার্থনা করে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছেন পগবা। সেখানে এই ফরাসি মিডফিল্ডার ইসরায়েলি হামলায় নিহত শিশুদের একটি ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘আল্লাহ গাজার মানুষকে রক্ষা করুন।’ স্টোরিতে একটি কান্নার ইমোজিও যুক্ত করেন তিনি।
গত সপ্তাহের ইসরায়েলি হামলায় ১৬ শিশুসহ অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসলামিক জিহাদ নামের একটি কট্টরপন্থী ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগ তুলে নির্বিচারে গাজার জনবহুল এলাকায় হামলা চালায় তারা।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে ভুলে যাওয়ার মতো কয়েকটি মৌসুম কাটিয়ে এবার সাবেক ক্লাব জুভেন্টাসে ফিরেছেন পগবা। চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার থেকে তুরিনে পাড়ি জমিয়েছেন এই মিডফিল্ডার।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

