ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের মধ্যে টুইটারে সবচেয়ে বেশি গালি বা (কটূক্তি) করা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুইয়ার ও মার্কর র্যাশফোর্ড।
দা অ্যালান টার্নিং ইনস্টিটিউট ও অফকমের (অফিস অব কমিউনিকেশন) একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। নতুন একটি প্রযুক্তির মাধ্যমে ২০২১-২২ মৌসুমের শেষ ৫ মাসের ২৩ লাখ টুইটার বার্তা বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে তারা।
রোনালদোক নিয়ে গালিগালাজের টুইট হয়েছে মোট ১২ হাজার ৫২০টি। এখানে তার কাছাকাছিও নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ শিকার ম্যাগুইয়ার (৮ হাজার ৯৫৪টি) ও তৃতীয় সর্বোচ্চ র্যাশফোর্ড (২ হাজার ৫৫৭)।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

