আগামী ২৩ ডিসেম্বর ঢাকা শুরু হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন চ্যালেঞ্জ কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপ। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে । বাংলাদেশসহ ৬ টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে।
টুর্নামেন্টের অন্য ৫ দল হলো নেপাল, মালদ্বীপ, কিরগিজস্তান, উজবেকিস্তান ও শ্রীলংকা। টুর্নামেন্ট শেষ হবে ২৮ ডিসেম্বর। এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় আসতে শুরু করেছে বিদেশি দলগুলো। সোমবার দুপুরে ঢাকায় পৌঁছেছে কিরগিজস্তান ও নেপাল।
প্রতিযোগিতা পুরুষ ও নারী দুই বিভাগেই অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ৬ দেশই খেলবে নারী বিভাগে। তবে পুরুষ বিভাগে দল কম থাকবে একটি। কিরগিজস্তান নারী বিভাগে খেললেও অংশ নিচ্ছে না পুরুষ বিভাগে।
২০১৮ সালে এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ পুরুষ দল রানার্সআপ হয়েছিল। পরের বছর হয়েছিল নারী বিভাগের খেলায় চতুর্থ হয়েছিল বাংলাদেশ।
একুশে সংবাদ/এসএস