বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় মিছিলসহ যোগদান করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম খান এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরওয়ার আলমগীরের নেতৃত্বে নেতা–কর্মীরা।
গতকাল বিকেলে শাকপুরা চৌমুহনী বাজারে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান।
এসময় আরও উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশর, সাহেদ আলী, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এম আজগর হোসেন মেম্বার, সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস খান, জামাল উদ্দিন, আলী আজম, তসলিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইলিয়াস, জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম, সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ শরীফ, বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শওকত আলম, যুবদল নেতা হাজি জাহেদ, মো. জুয়েল, তৌহিদুল ইসলাম জুয়েল, আশরাফ হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আরমান আলম, জাহেদ, সায়মন, এরশাদ, মাহফুজ, শ্রমিকদল নেতা কায়সার, জয়নাল, বকতিয়ার, ইউনিয়ন কৃষকদল সভাপতি এনামুল হক মানিক, সদস্য সচিব সাইফুল প্রমুখ।
প্রধান অতিথি এরশাদ উল্লাহ তাঁর বক্তৃতায় বলেন,“চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমি বলতে চাই— সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে কোনো আপস হবে না। এসব কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আরও বলেন,“আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে যোগাযোগ ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করা হবে। মানুষের জীবনমান উন্নয়নে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

