নওগাঁর মান্দা উপজেলায় আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাষ্টার এনামুল হক, মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম হেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ১৬৪ মেট্রিকটন ধান এবং ১১৭ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

