নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন- ২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে ও অবাধ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বিএনপি নেতা নাজিবুল্লাহ চৌধুরী মনোনীত প্যানেল সমর্থক সভাপতি পদে আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে এম আর মোস্তফা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১২৮৪। ভোট কাস্ট হয়েছে ১২৪০ ভোট। রাত ৮ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন।
সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমৃত কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এম আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন।
সহ সাধারণ সম্পাদক পদে এরশাদ তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন।
কার্যকারী সদস্য মাহাবুবুল আলম সরকার হাতি প্রতীকে ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল সাইকেল প্রতীকে ১২৮ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে আলেকচান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্যককরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান, `নির্বাচন অবাধ, সুষ্ঠু, জবাবদিহিতা নিশ্চিত ও নিরেপক্ষ হয়েছে। কোন প্রার্থী ও ভোটকেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে কারও কোন অভিযোগ নেই।
তিনি আরও বলেন, `এই ঐতিহাসিক ভোটযুদ্ধের ভোটকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে ১০ জন গণমাধ্যমকর্মী নিয়োজিত ছিলেন ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এছাড়াও ভোটকেন্দ্রের বাহিরে উৎসক জনতা ভোটকেন্দ্রের ভিতরের দৃশ্য প্রজেক্ট মাধ্যমে দেখার সুযোগ নেন। এতে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।`
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

