কে আনোয়ার হোসেন রাজু (মালদ্বীপ):মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে,যার বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে।দেশটিতে ১২ ঘন্টার ব্যবধানে মারা গেলেন আরও দুই প্রবাসী বাংলাদেশি।
মৃত প্রবাসী বাংলাদেশিরা হলেন আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।এদের দু`জনেরই দেশের বাড়ি সিলেট বিভাগের, মৌলভীবাজার জেলায়।
শনিবার (৬ ডিসেম্বর) পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।এবং দুই জনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনরে মৃত্যু নিশ্চিত করেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন।
বাংলাদেশ মিশনের এই কর্মকর্তা বলেন,মৃত দুই প্রবাসী বাংলাদেশি রাজধানী মালেই থাকতেন,আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইন্সুইরেন্স কোম্পানী বহন করবে,এবং তাঁর সহপাঠীদের প্রচেষ্টায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পুর্ন খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দূতাবাসের সহযোগিতায় আজ তার মরদেহ দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এ দুই বাংলাদেশির মৃত্যুর খবরে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেনএবং শোকাহত পরিবারের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য প্রার্থনাও করেন।
প্রসঙ্গত,পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন মরহুম আহমেদ কামাল।গত চার-পাঁচ দিন ধরে বুকের ব্যথা জনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি।একপর্যায়ে বেশি ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত আহমেদ কামাল মৌলভীবাজার জেলায়,শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে।
অন্যদিকে,মৃত সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন।সেলিম প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।ভোর হওয়ার আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
একুশে সংবাদ/জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

