AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ নারী ফুটবল দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:০২ পিএম, ৫ জুলাই, ২০২৫

তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ নারী ফুটবল দল

নারী ফুটবলের এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হওয়া দলটি বাছাইপর্বের শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে মিশন শেষ করেছে দুর্দান্তভাবে। শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।


এশিয়ান কাপ বাছাইয়ে ৮টি গ্রুপের মধ্যে প্রতিটির চ্যাম্পিয়ন দলই মূল পর্বে খেলার সুযোগ পাবে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, গোল দিয়েছে ১৬টি, বিপরীতে হজম করেছে মাত্র একটি।


আজকের ম্যাচটি ছিল মূলত আনুষ্ঠানিকতা। কারণ আগেই চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ নিশ্চিত হয়ে গিয়েছিল এশিয়ান কাপের টিকিট। তবে শেষ ম্যাচেও ছাড় দেয়নি পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধেই ৭ গোল করে ব্যবধান গড়ে তোলে তারা।


গোলের শুরুটা হয় ম্যাচের ৩ মিনিটে স্বপ্না রানীর পা থেকে। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনের গোল বাংলাদেশের লিডকে ৬-০ তে পৌঁছে দেয়। প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৭-০।


দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে আন্তর্জাতিক অঙ্গনে টানা দুই ম্যাচে ৭ গোল করে দারুণ কৃতিত্ব দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা।


উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলাদেশ বাহরাইনকে ৭-০ গোলে হারায়, দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারায় শক্তিশালী স্বাগতিক মিয়ানমারকে। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি নিজেদের আধিপত্য প্রমাণ করেছে।


আগামীকাল (৬ জুলাই) দলটি মিয়ানমার থেকে দেশে ফিরবে। মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফের পক্ষ থেকে নারী ফুটবলারদের জন্য বিশেষ সম্মাননার আয়োজন করা হয়েছে।


একুশে সংবাদ//র.ন

Link copied!