বহু বছর পর দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন। প্রায় ১৮ বছর পর তার এই প্রত্যাবর্তনকে দলটি বড় রাজনৈতিক ঘটনার সূচনা হিসেবে দেখছে।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বিএনপির যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন—এ তথ্য দেশবাসীর কাছে আনন্দের সঙ্গে জানাচ্ছি। তার আগমনকে শুধু স্বাগত জানাচ্ছি না, একই সঙ্গে এটিকে দেশের রাজনীতির জন্য স্বস্তির সংবাদ হিসেবেও দেখছি।”
তিনি মনে করেন, দেশে গণতন্ত্রপন্থী রাজনীতিতে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তারেক রহমান ফিরে এলে তা কাটাতে নতুন সম্ভাবনার দরজা খুলবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

