AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৪ পিএম, ২ ডিসেম্বর, ২০২০
প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের ঘর স্পর্শ করলেন তামিম ইকবাল। তামিম ইকবাল চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আজ বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয় তামিমের ফরচুন বরিশাল। টস জিতে ঢাকা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে যথারীতি দলের ইনিংস সূচনায় নামেন তামিম। 

টি-টোয়েন্টিতে মোট ৫৯৭৩ রান নিয়ে আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামেন তামিম।   তার ব্যাট থেকে আসে ৩১ রান।

ইনিংসের ১১তম ওভারের ৫ম বলে স্পিনার নাসুম আহমেদকে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। য

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থানেআছেন সাকিব আল হাসান। তার রান ৫০১১ । তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। তার রান ৪০৭৯ ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে তামিমই সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ফরম্যাটে বিশ্বের ৩৮ জন ক্রিকেটারের নাম আছে।  আর এর মধ্যে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৩৯তম ক্রিকেটার হলেন তামিম।

একুশে সংবাদ /এ.ক/এস

Link copied!