পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ বাংলাদেশি। এবারের হজযাত্রায় সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন বাংলাদেশি—তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১১ জন নারী।
রোববার (৬ জুলাই) হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।
সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন হজযাত্রী, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৩৫৫ জন।
তাদের পরিবহনে অংশ নেয় তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ হাজার ১৬৫ জন, সৌদি এয়ারলাইনস ২৬ হাজার ৪২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৭৭৬ জন হজযাত্রী পরিবহন করে।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে অংশ নেন। প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। মূল হজ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
একুশে সংবাদ/আ.ট/এ.জে