চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিমকে নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর সুলতান ডাইন এলাকায় তার মেঝ মেয়ে ওয়াফিয়া ইনজামের জন্মদিন অনুষ্ঠানে অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপি নেতাকর্মীরা তাকে আটক করে। এরপর খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের অভিযোগ, ২০২৩ সালের জুলাই-আগস্টে পটিয়ায় ছাত্রদের মিছিলে গুলি ও হামলার ঘটনায় ইনজামুল হক জসিম নেতৃত্ব দেন। ওই সময় তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা দায়ের হয় পটিয়া থানায়।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক, হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হবে, সেখান থেকেই আইনি প্রক্রিয়া চলবে।”
এ বিষয়ে পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, “আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো তাকে আমাদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তার বিরুদ্ধে দায়ের মামলাগুলো অনুসারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ সামাজিক যোগাযোগমাধ্যমে জসিমের আটক ও হস্তান্তরের ছবি ও ভিডিও প্রকাশ করে বলেন, “যারা মনে করছে জুলাই হারিয়ে গেছে, তারা ঘুমের ঘোরে আছে। আমরা কোনো দমন-পীড়নের দায় ভুলিনি, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে