AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুনাহ মাফ ও রিজিক বাড়ানোর দোয়া


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৮:২০ পিএম, ১৯ মে, ২০২২
গুনাহ মাফ ও রিজিক বাড়ানোর দোয়া

নবিজী উম্মতকে বিভিন্ন সময় নানান বিষয়ে দোয়া ও আমল করার কথা বলেছেন। দোয়া কবুলের পূর্বশর্ত যেকোন আমলের আগেই তাঁর প্রতি দরুদ পড়া। তাই দরুদ পড়েই দোয়া ও আমল করতে হয়। নবিজী একটি দোয়া পড়তেন গুনাহ থেকে মুক্তি ও রিজিকের অনুসন্ধানে। কী সেই দোয়া?

 

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে মসজিদ থেকে বের হওয়ার সময় গুনাহ মাফ ও রিজিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। তাহলো-

 

رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ

উচ্চারণ : ‘রব্বিগফির লি জুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিকা।’

অর্থ : ’হে আমার প্রভু! আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন।’ (তিরমিজি)

 

হাদিসে পাকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন-

হজরত ফাতেমা আল-কুবরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে থেকে বের হতেন তখনও মুহাম্মাদের (নিজের) প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন এবং বলতেন-

رَبّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ

‘রব্বিগফির লি জুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিকা।’

 

অর্থ : ‘হে আমার প্রভু! আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন।’ (তিরমিজি, ফজলুস সালাত আলান্নাবি, তামাতুল মিন্নাহ)

 

নবিজীর অনুসরণে সবার উচিত, এ দোয়াটি বেশি বেশি পড়া। গুনাহমুক্ত জীবন গড়ার পাশাপাশি নিজেদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করা।

 

Link copied!