চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্কুল থেকে ফেরার পথে দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ বন্দরস্থ কান্তির হাট টানেল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের একজনের পিতা মো. আবুল বশর আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে অভিযুক্ত করেন।
আবুল বশর জানান, তার ছেলে মোহাম্মদ সেলিম (১৪) এবং তার সহপাঠী মোহাম্মদ সানি (১৪)—দুজনেই দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন আগে অভিযুক্তদের সঙ্গে ফুটবল খেলা নিয়ে তাদের বিরোধ হয়। এরই জেরে বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় মোহাম্মদ সেলিম গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে