AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণপত্র পেলেন শহীদ বিপ্লবের পরিবার



তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণপত্র পেলেন শহীদ বিপ্লবের পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা বিপ্লব হাসানের পরিবারকে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন সুজার নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল উপজেলার চুড়ালি গ্রামে বিপ্লব হাসানের বাড়িতে এসে তার বাবা বাবুল মিয়ার হাতে তারেক রহমানের আমন্ত্রণপত্র তুলে দেন।

পরে ছাত্রদল নেতারা শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন‍‍`ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতা-কর্মীদর স্মরণে আগামী ১২ জুলাই রাজধানী ঢাকার গুলশানে লেক শোর গ্র্যান্ড হোটেলের লা-ভিটা হলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যদের সাথে ভার্চুয়াল সাক্ষাতে মিলিত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই,।

শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা আমার বাড়িতে এসে তারেক রহমানের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

আমন্ত্রণপত্র পেয়ে আমরা পরিবার সদস্যরা নিজেদের সম্মানিতবোধ করছি।

প্রসঙ্গত, শহীদ বিপ্লব হাসান গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সদস্য। গত বছরের ২০ জুলাই বিপ্লব গৌরীপুরের কলতাপাড়া বাজারে ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি উপজেলার চুড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!