AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একই দিনে মৃত্যুর ইচ্ছেপূরণ যমজ শিল্পীর!


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:২১ পিএম, ২০ নভেম্বর, ২০২৫

একই দিনে মৃত্যুর ইচ্ছেপূরণ যমজ শিল্পীর!

ইউরোপজুড়ে সুপরিচিত কেসলার টুইনস খ্যাত জার্মান যমজ বোন ও সংগীতশিল্পী-নৃত্যশিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার যৌথভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পৃথিবীতে এমন এক ধরনের বিদায়ের খবর খুব কমই আসে। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল ৮৯ বছর।

জানা গেছে, নিজেদের বাসভবনে একই সঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। গত মঙ্গলবার মিউনিখ পুলিশের বিবৃতি থেকে জানা গেছে, অ্যালিস ও এলেন কেসলার গ্রুনওয়াল্ডে তাদের নিজেদের বাসায় এই আত্মঘাতি সিদ্ধান্ত নেন। এভাবে যৌথ মৃত্যুর জন্য তারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন।

উল্লেখ্য, জার্মানিতে এমন এক সংগঠন আছে, যারা নাগরিকদের স্বেচ্ছামৃত্যুকে সম্মান জানিয়ে তাদের পথ সহজ করে দেয়।

Kessler-Zwillinge starben gemeinsam: Ihre Ausnahme-Karriere in Bildern |  GALA.de

এমনই এক সংগঠন ‘জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’ এর সদস্য ছিলেন এই যমজ শিল্পী। স্বেচ্ছামৃত্যুর আগে তারা একজন আইনজীবী ও একজন ডাক্তার তাদের সাথে প্রাথমিক আলোচনা করেছিলেন। এমনকি এর আগে গত বছর ইতালির এক সংবাদমাধ্যমকে তারা জানান, অ্যালিস এবং অ্যালেন কেসলার একসাথে একই দিনে মারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Kessler-Zwillinge starben gemeinsam: Ihre Ausnahme-Karriere in Bildern |  GALA.de

প্রসঙ্গত, অ্যালিস এবং অ্যালেন ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।১৯৫০-এর দশকে তাদের পরিবার পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়ার পর তাদের বিনোদন জীবন শুরু হয়। এমনকি ১৯৫৯ সালে তারা কানসে অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

একুশে সংবাদ/এসআর

Link copied!