AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিকটকে উসকানিমূলক ভিডিও: পার্বতীপুরে আ.লীগ নেত্রী সুলতানা আটক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪০ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

টিকটকে উসকানিমূলক ভিডিও: পার্বতীপুরে আ.লীগ নেত্রী সুলতানা আটক

দিনাজপুরের পার্বতীপুরে টিকটকে উসকানিমূলক রাজনৈতিক ভিডিও পোস্ট করার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্হানীয় নেত্রী রাজিয়া সুলতানা (৩৫) কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটক রাজিয়া সুলতানা পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গুলপাড়া এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এলাকায় দাপটের সঙ্গে সংগঠন পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজিয়া সুলতানার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্ট থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, ইউনুস হটাও, বাংলাদেশ বাঁচাও’—এমন বাক্য সম্বলিত বেশ কয়েকটি রাজনৈতিক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওগুলোতে তিনি রাজনৈতিক বক্তব্যসমৃদ্ধ ভয়েসের সঙ্গে ঠোঁট মিলিয়ে কনটেন্ট তৈরি করেন।
এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কায় পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন,“এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আরও অস্থিরতা এড়াতে তাকে আটক করা হয়েছে।”
শেষ পর্যন্ত আইনশৃঙ্খলার স্বার্থে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!