ধর্মকে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না বিএনপি— উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনুকম্পা কিংবা ভোট পাওয়ার আশায় একটি রাজনৈতিক দল সচেতনভাবে তাদের বিরুদ্ধে মুখ খুলছে না।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কার্যক্রমের ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক পুঁজিতে রূপান্তর করার যে চেষ্টা দীর্ঘদিন ধরে হয়েছে, তা এখন ভেঙে পড়েছে। একাত্তরের ইতিহাসকে দলীয় স্বার্থে ব্যবহার করাটা ছিল ভুল সিদ্ধান্ত।
আওয়ামী লীগের “হত্যা, নিপীড়ন ও দুর্নীতির অধ্যায়” জাতিকে ভুলে না যেতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি আবেগ নয়, বাস্তবতা ও পরিকল্পনাকে প্রাধান্য দেবে। “২০২৪ সালের অভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলনের ফল নয়— এটি সাড়ে ১৫ বছরের ধারাবাহিক সংগ্রামের ফসল,” বলেন তিনি।
নির্বাচনী তফসিল ঘোষণায় অনেকে হতাশ হলেও শেষ পর্যন্ত অনিবার্য বাস্তবতা হিসেবে তা মেনে নিতে হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ শীর্ষ নেতা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

