আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
কৃষি খাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে গোলাম কিবরিয়া ভিপি বলেন, “আমি নির্বাচিত হতে পারলে নকলা-নালিতাবাড়ীর কৃষকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।”
তিনি জানান, নকলা ও নালিতাবাড়ী—দুটি উপজেলায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে দুটি স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে। এছাড়া নালিতাবাড়ীর পাহাড়ি পর্যটনকে শিল্পে রূপান্তর করার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে গোলাম কিবরিয়া ভিপি আরও বলেন, তফসিল ঘোষণার পর দলের সকল নেতাকর্মীকে অননুমোদিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন দ্রুত অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন, উপজেলা সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি এবং নকলা উপজেলা আমির গোলাম সারোয়ার।
সভায় নালিতাবাড়ী উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন নেতাকর্মীসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

