AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংস্কার বিএনপির সৃষ্টি : মির্জা আব্বাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৯ এএম, ১০ ডিসেম্বর, ২০২৫

সংস্কার বিএনপির সৃষ্টি : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কার বলার জন্য বলছে নতুন রাজনৈতিক দল, তারা প্রকৃত সংস্কার বুঝে না। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।

বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার চতুর্থ দিনের কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলছেন তারা জানে না কি সংস্কার করতে হবে। তারা শুধু জানে ক্ষমতায় যাবার সংস্কার।

ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে কর্মসূচির  উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কিভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা জানান মির্জা আব্বাস।

প্রসঙ্গত, দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় বিকাল ৪টায় দিকনির্দেশনা দিবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একুশে সংবাদ/ এমএইচ

Link copied!