নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, “আজ এখানে আমাদের নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, খুব শিগগিরই আমাদের নেতা দেশে ফিরবেন। তিনি দেশে পা রাখার দিন যেন পুরো বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে— সেই প্রস্তুতি আপনাদের রাখতে হবে।”
বিএনপি মহাসচিব জানান, দল দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রগতির ধারাকে সামনে রাখতে চায়। তিনি বলেন, “বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন আমাদের নেতার— সেটি বাস্তবে রূপ দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, “এখন লড়াই আমাদের নির্বাচনে জয়ী হওয়ার লড়াই। নানা বাধা, অপপ্রচার ও চ্যালেঞ্জ সামনে আসবে। তবুও মাথা উঁচু করে আমাদের এগোতে হবে। বিএনপি কখনো পরাজয় মানেনি, ভবিষ্যতেও মানবে না।”
১৯৭১ সালের গুরুত্ব উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “’৭১ আমাদের অস্তিত্বের জায়গা। আজ পত্রিকায় দেখলাম, ‘৭১-এর প্রজন্মকে নিকৃষ্ট বলা হয়েছে— এটি কীভাবে বলা হয়? এ কোন ঔদ্ধত্য?”
তিনি অভিযোগ করেন, দেশের ভেতরে আবারো স্বৈরশাসনের ‘ছায়া’ ঘনিয়ে আসছে কি না— তা নিয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও চলছে বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজকের আলোচনা শুধু শোনা বা নোট নেওয়ার বিষয় নয়— এগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণের আস্থা অর্জন করতে পারলে বিজয় নিশ্চিত।”
তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেও দোয়া চান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিওবার্তার মাধ্যমে বক্তব্য রাখবেন বলে জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

