মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ২টার দিকে কালিঘাট রোডের বায়তুল আমান মসজিদ সংলগ্ন মুসলিমবাগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ, সাংবাদিক এহসান বিন মুজাহির, ব্যবসায়ী ইসমাইল হোসেন, আব্দুল মতিন, হোসেন আহমদ, নাদির হোসেন, শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মাহবুবুল আলম বাশার, শিক্ষার্থী রাফি আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, কালিঘাট রোড থেকে গাংপার ব্রিজ পর্যন্ত মুসলিমবাগ আবাসিক এলাকার প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। রিকশা ও টমটমে যাত্রীরা ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়ছেন। শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে।
সড়কটি ২০১১ সালে এলজিইডির আওতায় পাকা করা হলেও এরপর আর কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বহুবার কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে, কিন্তু তবুও কার্যকর ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ।
বক্তারা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।
মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান বলেন,“ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে মুসলিমবাগ সড়ক সংস্কার কাজের অনুমোদন পাওয়া গেছে। এবার ইউনি-ব্লক দিয়ে আধুনিক মানের টেকসই রাস্তা নির্মাণ করা হবে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত দরপত্র আহ্বান করা হবে।”
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন,“চলতি অর্থবছরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বেহাল সড়ক সংস্কারের অনুমোদন হয়েছে। এর মধ্যে মুসলিমবাগ এলাকার সড়কও রয়েছে। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সড়কটি সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

