রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা আখতার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
একুশে সংবাদ/এ.জে