নেত্রকোনার কেন্দুয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের প্রত্যন্ত ভগবতীপুর গ্রামে তিনি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
লিফলেট বিতরণকালে কেন্দুয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।
এ সময় দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জাতির মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, দুর্নীতি, দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকে বিএনপির এই কর্মসূচি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি।”
উপস্থিত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে এমন কর্মসূচি এলাকায় বিএনপির অবস্থানকে আরও শক্তিশালী করছে। তারা বিশ্বাস করেন, ৩১ দফার বার্তা মানুষ যত বেশি জানবে, তত বেশি ঐক্যবদ্ধ হবে।
একুশে সংবাদ/এ.জে