গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুলালী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। দুলালী ওই গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে টিপ টিপ বৃষ্টির মধ্যে সালাম মিয়া আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর দুলালী বেগম ঘুম থেকে উঠে গরু দেখার জন্য সেখানে যান। তাকে দেখে দুলালী তার স্বামীকে বিষয়টি জানান। এরপর আব্দুল গণি মিয়া প্রতিবেশীদের ডেকে এনে সালামকে রশি দিয়ে বেঁধে মারধর করেন। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। শনিবার সকালে তাকে আবারও মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়।
সালামের স্বজন ও স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে দিনরাত ঘুরাঘুরি করতেন। তিনি হাট-বাজারের সাহায্যে সংসার চালাতেন। তার তিনজন সন্তান রয়েছে। স্থানীয়রা বলছেন, তার বিরুদ্ধে কোনো চুরি বা ডাকাতির প্রমাণিত অভিযোগ ছিল না এবং বৃষ্টির কারণে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা মনে করছেন।
ঘটনার খবর পেয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ ও বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি জানান, তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

