AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই: মেজর হাফিজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২১ পিএম, ১ নভেম্বর, ২০২৫

জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই: মেজর হাফিজ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ দেশের প্রয়োজন নেই, কিছু ব্যক্তির দরকার হতে পারে। এখন দেশের সবচেয়ে জরুরি বিষয় হলো একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, “দেশে বর্তমানে গণতন্ত্র অনুপস্থিত। আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে। প্রশাসনিক প্রভাব ও অনৈতিক হস্তক্ষেপে দেশের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “এখন আমরা এমন এক সময় পার করছি, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। কিছু আমলা ও অন্তর্বর্তী সরকারের অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল—তাই তারা ইতিহাস ভুলিয়ে দিতে চায়।”

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সব দলের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেই ভিত্তিতেই সনদ তৈরির কথা ছিল। কিন্তু এখন সেটি চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। যে সরকার নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসবে, তারাই চাইলে সনদ সম্পন্ন করতে পারবে।”

তিনি অভিযোগ করেন, “নির্বাচন আয়োজনের স্বার্থে বিএনপি অনিচ্ছাসত্ত্বেও অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদের কিছু ধারা সংযোজন করেছে, যা নিয়ে ভবিষ্যতে যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়েও তিনি সতর্ক করে বলেন, “কিছু গোষ্ঠী নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত বা বানচালের চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!