নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. নাদিম (২২)।
সোমবার (৩ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড সংলগ্ন সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাদিমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় হেরোইন সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।”
তিনি আরও জানান, আটক নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
