কোটা সংস্কার আন্দোলনের এক দফা দাবির প্রেক্ষিতে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে গেছেন এবং সেখানে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত সরকার একদিকে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, অন্যদিকে নিরীহ মুসলমানদের অন্যায়ভাবে বাংলাদেশে পুশইন করছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে শেরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজনে পদযাত্রা শেষে থানা মোড় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, "জুলাই সনদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করব।"
শেরপুরের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, তাসনিম জারা, লুৎফর রহমান, রফিকুল ইসলাম আইনীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে থানা মোড় চত্বরে এসে শেষ হয়। পদযাত্রা ও সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।পদযাত্রা ও সমাবেশ ঘিরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে