ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) নগর ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এটি নগর ভবনে তার প্রথম আনুষ্ঠানিক সভা।
সভায় ইশরাক বলেন, “পরিচ্ছন্ন ঢাকা গড়তে এবং নাগরিক সেবাকে কার্যকর রাখতে আমরা কর্মকর্তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
এর আগে রোববার (১৫ জুন) তিনি ঘোষণা দেন, “জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। নগর ভবনের প্রধান ফটকে তালা দেওয়া থাকবে এবং আন্দোলন অব্যাহত থাকবে।”
সোমবারও নগর ভবনের সামনে অবস্থান নেয় ইশরাকপন্থী ডিএসসিসির একটি অংশ। ‘ঢাকাবাসী’ ব্যানারে তারা ইশরাকের শপথ ও দায়িত্ব বুঝে পাওয়ার দাবিতে নানা স্লোগান দেয়—“শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই”,“মেয়র নিয়ে তালবাহানা, সহ্য করা হবে না”,“চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে”,“নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই”।
ইতিমধ্যে তাদের আন্দোলনের কারণে ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ডিএসসিসি থেকে সকল নাগরিক সেবা বন্ধ ছিল। ঈদের বিরতির পর আজ ছিল দ্বিতীয় দিনের মতো আন্দোলনে যোগদান।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ৩ মার্চ মামলা দায়ের করেন।
চলমান রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তার নিয়োগের গেজেট প্রকাশ করে।
তবে ১৪ মে তার শপথ ঠেকাতে একটি রিট দায়ের হয়, যার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠান স্থগিত রাখে। অবশেষে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দিলে আইনি বাধা দূর হয়।
বর্তমানে ইশরাকের শপথ অনুষ্ঠান ও দায়িত্ব গ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্নের দাবিতে তার সমর্থকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে