AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুম-খুনের শিকার স্বজনদের কান্না থামাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:৩৩ পিএম, ২২ আগস্ট, ২০২৫

গুম-খুনের শিকার স্বজনদের কান্না থামাতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গুম ও খুনের শিকার স্বজনদের দীর্ঘশ্বাস থামাতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারভিত্তিক সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, "গুম কমিশনকে জনসমক্ষে আনা হয়নি, শুনানির সুযোগও তৈরি করা হয়নি। এর জবাবদিহিতা সরকারের করতে হবে।"

তিনি আরও বলেন, "গুম-খুন-নির্যাতনের দায়ীদের বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মানবতাবিরোধী অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। শেখ হাসিনা এসব গুম ও খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।"

বিএনপির মহাসচিব বলেন, "নিপীড়িত মানুষের পাশে বিএনপি সবসময় আছে এবং থাকবে। আমরা নির্বাচন চাই, তবে সেই নির্বাচন হতে হবে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য—যাতে সব নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন হয়।"

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!