AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৮ পিএম, ২২ মে, ২০২৫

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

বিএনপি নেতা ইশরাক হোসেন আগামী ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন তিনি।

ইশরাক বলেন,“আমরা আপাতত আন্দোলন স্থগিত করছি। সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ আসে, সেটার ওপরই নির্ভর করবে আমাদের পরবর্তী কর্মপন্থা।”

তিনি বলেন, দল ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইশরাকের সমর্থকরা জানিয়ে দিয়েছেন, ‘দুই উপদেষ্টার পদত্যাগ’ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাবেন।

বুধবার সকাল থেকে ইশরাক সমর্থকেরা কাকরাইলে অবস্থান নেন।সারারাত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।হাইকোর্টের রায়ে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানানো হলেও, সমর্থকরা আরও দাবি তুলে ধরেন—বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত কৌশলগত। এতে সরকারকে সময় দেওয়া হলেও, দাবির প্রতি জনগণের নজর ধরে রাখার চেষ্টাও স্পষ্ট।

এদিকে, সরকারের পক্ষ থেকে এখনো দুই উপদেষ্টার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইশরাকপন্থী আন্দোলনে আপাত বিরতি হলেও, মাঠ থেকে পুরোপুরি সরে আসছে না বিএনপি সমর্থকরা। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। সংলাপ না নাকি সংঘাত—পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ধারিত হবে এই ৪৮ ঘণ্টায়।

 



একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!