AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইশরাকের পক্ষে রায়: "জনগণের বিজয় হয়েছে" — মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৬ পিএম, ২২ মে, ২০২৫

ইশরাকের পক্ষে রায়:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ হওয়াকে “জনগণের বিজয়” বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ মে) থাইল্যান্ডের ব্যাংকক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন,"আমি আশা করব, স্থানীয় সরকার মন্ত্রণালয় আর কোনো জটিলতা তৈরি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে স্বাভাবিক রাখবে।"

গত কয়েকদিন ধরে কাকরাইল ও নগর ভবনের আশপাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাওয়া দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন,"আদালতের রায় এসেছে, এখন আর সড়ক অবরোধ রাখার প্রয়োজন নেই। দলীয় শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।"

বিএনপি মহাসচিব বর্তমানে ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন। গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য তিনি থাইল্যান্ডে যান এবং ১৫ মে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!