AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৫ এএম, ২০ মে, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও

জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশনসহ দেশের সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১৯ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সারজিস আলম লিখেছেন, “জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশনসহ সকল স্থানীয় নির্বাচন হলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হবেন।”

তিনি বলেন, “বর্তমানে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে সেবাগুলো বিঘ্নিত হচ্ছে। স্থানীয় নির্বাচন হলে সেই সেবাগুলো পুনরায় সচল হবে।”

লিটমাস টেস্ট হবে নির্বাচনী ব্যবস্থার

সারজিস আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের জন্য এক ধরনের লিটমাস টেস্ট। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে তারা কতটা কার্যকরী, তা যাচাই করা সম্ভব হবে। প্রয়োজনে সংশোধন, সংযোজন বা সংস্কার করার সুযোগও থাকবে।”

‘মাইম্যান’ নয়, ‘জনগণের ম্যান’ নির্বাচিত হবে

ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে প্রভাব খাটিয়ে ‘মাইম্যান’ জনপ্রতিনিধি বানানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণের সত্যিকারের রায়েই ‘জনগণের ম্যান’ নির্বাচিত হওয়ার পথ সুগম হবে বলেও মনে করেন সারজিস আলম।

তিনি বলেন, “বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের অনেক যোগ্য প্রতিনিধি রয়েছেন। কিন্তু নির্বাচনের মাধ্যমে তাদের মধ্য থেকেই সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিটি নির্বাচিত হবেন। এতে করে চাঁদাবাজ, তেলবাজ বা সিন্ডিকেটের লোকজন জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবে না।”

জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র নয়

সবশেষে তিনি বলেন, “আগে স্থানীয় নির্বাচনের কথা বলছি বলে যেন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র খোঁজা না হয়। বরং জাতীয় নির্বাচনের তারিখ আগেভাগেই ঘোষণা দেওয়া হোক -তাতে আমাদের কোনো আপত্তি নেই।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!