AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বৈরাচার যাতে সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৮ পিএম, ১০ মে, ২০২৫

স্বৈরাচার যাতে সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে যেন কেউ তাঁবেদার রাষ্ট্রে রূপান্তর করতে না পারে এবং দেশে স্বৈরাচার যেন আর কোনো সুযোগ না পায়, সেজন্য দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না। সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের অবশ্যই বিচার করতে হবে। নিজেদের স্বার্থে বিভিন্ন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার সরকার।”

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি চায় এই সরকার সফল হোক। তবে সরকার যাতে স্বচ্ছভাবে কাজ করে এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত হয়, সে জন্য আমরা তাদের কাছ থেকে কর্মপরিকল্পনার রোডম্যাপ চেয়েছি। এতে জনগণের মনে কোনো ধোঁয়াশা থাকবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায়, যেখানে প্রতিটি সিদ্ধান্তে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা থাকবে।”

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!