চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১০ মে) রাত ৯টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।
যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা এখনো জানানো হয়নি, তবে দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন, গণজমায়েত, গণগ্রেপ্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ আলোচনায় উঠে আসবে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দেশের বর্তমান সংকটময় প্রেক্ষাপটে দলের করণীয় নির্ধারণ করতেই এই বৈঠকের আয়োজন।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে