দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি চলতি মাসেই ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “একটি দল গণভোটকে রাজনৈতিক ইস্যু করছে, আরেকটি দল সংস্কার প্রক্রিয়া ব্যাহত করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন; কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকলে ঐক্যমতের প্রশ্নই আসে না।”
তিনি আরও বলেন, “এনসিপি নির্বাচন ও সংস্কারকে দুটি স্বতন্ত্র কার্যক্রম হিসেবে দেখে। সংস্কারের পক্ষে না থাকলে কারও সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়।”
জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “রাজনৈতিক দলগুলো ওই সনদে স্বাক্ষর করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে সংস্কার ও দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো দলের সঙ্গে নীতিগত ঐকমত্য হলে এনসিপি তা স্বাগত জানাবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

