রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের তালিকা থেকে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণে সম্মত হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা।
তিনি বলেন, “নির্বাচন কমিশন সম্প্রতি যে গেজেট প্রকাশ করেছে, তাতে শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে। আমরা ইসির সেই তালিকা অনুযায়ী তিনটি প্রতীক প্রস্তাব করেছি— শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি। যদি শাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়, আমরা সেটি গ্রহণ করব।”
বিকেল ৩টার দিকে সিইসির দপ্তরে বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
জহিরুল হক মুসা আরও বলেন, “আমরা চাই নির্বাচন কমিশন দ্রুত গণবিজ্ঞপ্তি জারি করে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা সম্পন্ন করুক।”
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে নির্বাচনী বিধিমালার অনুমোদিত তালিকায় নেই। তবে সম্প্রতি প্রকাশিত নতুন গেজেটে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে। এ কারণেই এনসিপিকে ‘শাপলা’ নয়, বরং ‘শাপলা কলি’ প্রতীক দেওয়া হতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য হালনাগাদ প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে নতুনভাবে ‘শাপলা কলি’ প্রতীক সংযোজন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এর মধ্যে এনসিপি অন্যতম। দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কি না, তা যাচাই করতে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ইসি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

