২০২৬-২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১ নভেম্বর) রাতে দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ জানায়, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন (সদস্য)দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।
১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবন শেষ করেন সিলেট এমসি কলেজ ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে। ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন।
ছাত্রজীবনে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন তিনি। পরে সংগঠনটির সিলেট মেডিকেল কলেজ ও শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগদানের পর সিলেট জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন ডা. শফিকুর রহমান। ২০১৬ সালে দলটির সেক্রেটারি জেনারেল এবং ২০১৯ সালের নভেম্বরে আমির পদে নির্বাচিত হন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

