সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৪ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একাধারে একজন অভিজ্ঞ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বে থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :