গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ (১ জুলাই) রাত ১২টা পেরিয়ে জাতীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সভাপতি আসিফুজ্জামান রিপন, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মোমবাতি জ্বালিয়ে হাতে নিয়ে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করেন। এই আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদল জুলাই মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করলো। পরবর্তী সময়ে শহীদদের স্মরণে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
একুশে সংবাদ/আ.ট/এ.জে