জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের মতো জাতীয় উৎসবকে দলীয়করণ করেছিল, যা নববর্ষের অন্তর্ভুক্তিমূলক ও সার্বজনীন চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছিল।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির আয়োজনে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন,“এবারই প্রথম আমরা হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করছি। ভবিষ্যতে নববর্ষ যেন সত্যিকার অর্থে জাতীয় উৎসবে পরিণত হয়—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন,“রাষ্ট্রের নবায়ন প্রয়োজন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নবায়ন শুরু হয়েছে, তবে রাষ্ট্র কাঠামো অপরিবর্তিত থাকলে এই বিপ্লব ব্যাহত হবে।”
এনসিপির রাজনীতি ও লক্ষ্য নিয়ে তিনি বলেন,“এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিচার ও কাঠামোগত সংস্কার দেখতে চাই।”
তিনি জোর দিয়ে বলেন,“ফ্যাসিবাদের বিলোপে চলমান সংস্কার থেমে থাকবে না। জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :