AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

তিন উপদেষ্টার অপসারণসহ একাধিক দাবি বিএনপির


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:১৮ পিএম, ২৪ মে, ২০২৫

তিন উপদেষ্টার অপসারণসহ একাধিক দাবি বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দলটির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে তিন উপদেষ্টার অপসারণ ছিল অন্যতম।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু বৈঠকের আগে জানানো হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রিফিংয়ে মোশাররফ বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চাই আমরা। একইসঙ্গে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত নেতাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানানো হয়েছে।"

তিনি আরও বলেন, "বিচার হওয়া উচিত, তবে সেটা স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমেই হওয়া দরকার। আমরা বিচার চাই, কিন্তু নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্য দিয়ে।"

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম পরিচালনার কথা বলেছি আমরা। আলোচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।"

প্রতিনিধি দলের আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা মনে করি, নির্বাচন যত বিলম্বিত হবে, ততই স্বৈরাচার ফিরে আসার আশঙ্কা বাড়বে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।"

 


একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!