বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি দেশের জনগণ ভালোভাবে নেননি।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই বিপ্লবে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। তিনি বলেন, বিভিন্ন অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে দেশে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। এরপরও ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে, যা জনগণ ভালোভাবে নেয়নি।
তিনি আরও বলেন, যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, তাদের বিচার করতে হবে। পাশাপাশি, শেখ হাসিনার সহযোদ্ধাদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণের আহ্বানও জানান রিজভী।
গত সাড়ে ১৫ বছরে ঘটে যাওয়া গুম-খুন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। পাশাপাশি, গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব ঘটনার মধ্যেই ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।
একুশে সংবাদ/এনএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

