বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজটি শুক্রবার (১৪ জুন) হঠাৎ ডিজেবল হয়ে যায়। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর পেজটি ফেরত পাওয়া গেছে।
শনিবার (১৫ জুন) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ পুনরুদ্ধারের পর এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজটি গতকাল কোনো কারণবশত ডিজেবল করে দেয় মেটা প্রতিষ্ঠান। পরবর্তীতে ‘প্রোবফ্লাই আইটি লিমিটেড’ নামের এক প্রতিষ্ঠানের সহায়তায় পেজটি পুনরুদ্ধার করা হয়।
এজন্য সহায়তাকারী দলের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভি করেননি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
