AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ দিনের নতুন কর্মসূচি দিলো এলডিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৫ পিএম, ১ জানুয়ারি, ২০২৪
৩ দিনের নতুন কর্মসূচি দিলো এলডিপি

৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, দলের নেতাকর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

সোমবার (১ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে দলটির প্রেসিডেন্ট অলি আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে অলি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। সবার সঙ্গে বসুন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করুন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে এ খেলা বন্ধ করুন। দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন, দেশকে রক্তারক্তির হাত থেকে রক্ষা করুন। আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। কারণ অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে, আপনি কিংবা আপনার সরকারের পক্ষে এই অর্থনীতিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। আপনার এবং আপনার দলের ওপর জনগণের কোনো আস্থা নেই।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!