AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বতন্ত্র প্রার্থী নেই যেসব প্রভাবশালীদের আসনে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:০৭ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৩
স্বতন্ত্র প্রার্থী নেই যেসব প্রভাবশালীদের আসনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হিসেবে ভোটে লড়ার হিড়িক পড়েছে। বাংলাদেশে সংসদ নির্বাচনের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে লড়ছেন। তারপরও ৩২টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ মনোনয়নপত্র জমা দেননি।

দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর ভোটে লড়তে মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৭১১ জন। নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে প্রার্থী দিয়েছে ২৯টি দল। দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এক হাজার ৯৬৪ জন। আর বাকি ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর ২৭ শতাংশই হয়ে যান স্বতন্ত্র।

বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হলেও প্রার্থী হিসেবে টিকে আছেন এক হাজার ৯৮৫ জনে। এর মধ্যে বাদ পড়েছেন অনেক স্বতন্ত্র প্রার্থীও। কিন্তু আপিল করে তাদেরও ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে দেশের কোনো সংসদ নির্বাচনে এতো স্বতন্ত্র প্রার্থী দেখা যায়নি। তাই এবারের ভোটে রীতিমতো আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

আবার আওয়ামী লীগের বর্তমান ৬০ জন সংসদ সদস্য দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোট যুদ্ধে বর্তমান সংসদ সদস্য হিসেবে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা প্রতিপক্ষকে রীতিমতো কাঁপুনি ধরিয়ে ফেলেছেন।

এবারের নির্বাচনে বিপুল পরিমাণ স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্রোতের মধ্যেও ৩২টি আসনে কোনো স্বতন্ত্র প্রার্থীর দেখা মেলেনি। অবশ্য এই ৩২টির সিংহভাগ আসনেই বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন সরকার ও আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা।

যে যে ৩২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই সেই আসনগুলোর মধ্যে রয়েছে- পঞ্চগড়-২, বগুড়া-৫, সিরাজগঞ্জ-২, পাবনা-৫, মাগুরা-১, বাগেরহাট-১, ঢাকা-১, ৯, ১৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১, ২, টাঙ্গাইল-১, ৮, শরীয়তপুর-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪. কুমিল্লা-৯, ১০, নোয়াখালী-৫, চট্টগ্রাম-৭, ৯, ১৩, কক্সবাজার-২, সিলেট-৪, ৬, কিশোরগঞ্জ-৪, মানিকগঞ্জ-৩, ময়মনসিংহ-৯, ভোলা-২, বরিশাল-১, ঝালকাঠি-২ এবং পটুয়াখালী-১।

স্বতন্ত্র প্রার্থী না হওয়া আসনগুলোতে বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন প্রভাবশালী ব্যক্তিরা। এরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ নেতা আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, ক্রিকেটার সাকিব আল হাসানের আসন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, চিফ হুইফ নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ক ম রুহুল হক।

এছাড়া নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সেলিম ওসমানের বিরুদ্ধে কোনো স্বতন্ত্র প্রার্থী ভোটে দাঁড়াননি।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। সিংহভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও নির্বাচন বয়কট করে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। দলটির নেতাকর্মীরা প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে যানবাহনে আগুন দিচ্ছে।


একুশে সংবাদ/এসআর

Link copied!