AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্তে অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:৩৪ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৩
আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্তে অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্তে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ওয়ার্কার্স পার্টি ও জাসদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমু বলেন, বুধবার জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হবে। কিভাবে আসন বিন্যাস করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। নেত্রীর সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত জানাতে পারবো।

তিনি বলেন, আসন বিন্যাসের ঘোষণা আগে আসবে। জোটের সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকবে কি থাকবে না সেটা পরে জানা যাবে।

১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আরও বলেন, আন্দোলন সংগ্রামে ১৪ দল পরীক্ষিত জোট। এটি রাজনৈতিক আদর্শিক জোট, ভাগাভাগির জোট নয়। কে কোন আসন পেল, না পেল এটা বড় কথা নয়। কেউ ২০টি আসন চেয়েছে কিনা আমার কাছে খবর নেই। আসন বিন্যাসের ক্ষেত্রে তাদের সঙ্গে যেন কনফ্লিক্ট না হয় সেটি ভাবতে হবে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 

Link copied!