বিজ্ঞপ্তি জারি করে রওশন এরশাদকে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে উল্লেখ করায় রংপুরে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের গঠনতন্ত্র ভঙ্গ করে এ ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়ার এখতিয়ার রওশন এরশাদের নেই বলে জানিয়েছেন তারা।
বিভিন্ন সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রচারিত হওয়ায় রংপুরের প্রত্যন্ত অঞ্চলে রওশন এরশাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
রংপুরসহ পুরো বিভাগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের পক্ষে একজন নেতাকর্মীও নেই বলে দাবি করেছেন নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক- তার দলের চেয়ারম্যান হওয়ার কোনও সুযোগ নেই। আর দলের গঠনতন্ত্র অনুযায়ী নিজে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার আইনি কোনও ভিত্তি নেই। এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের দলের বৈধ চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব চুন্নু। তারা দলের নেতাকর্মীর মাধ্যমে নির্বাচিত।
মেয়র বলেন, রওশন এরশাদ অসুস্থ মানুষ হুইল চেয়ারে চলাফেরা করেন। তার আশেপাশে কিছু অসৎ ব্যক্তি আছেন যারা তাকে ব্যবহার করে দলের ক্ষতি করতে চান- এতে কোনও লাভ হবে না। যে নারী চলাফেরাই করতে পারেন না, তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করে লাভ হবে না। রংপুরসহ পুরো বিভাগের দলের নেতাকর্মীরা জি এম কাদের আর চুন্নু সাহেবের নেতৃত্বের প্রতি পুরোপুরি আস্থাশীল আছি এবং থাকবো। এরপরও জাতীয় পার্টির বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত।
একুশে সংবাদ/ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :