AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পাচ্ছেনা জামায়াত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৪ পিএম, ৩১ জুলাই, ২০২৩
বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি পাচ্ছেনা জামায়াত

রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিলি, একাধিক সমন্বয় ও প্রস্তুতি সভা করেছে দলটি।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট এলাকায় আগামীকাল (মঙ্গলবার) কোনো সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে।

 

গত ২৫ জুলাই সকালে ই-মেইল যোগে সমাবেশ করার অনুমতি চায় জামায়াত। ওই দিন বিকেলে আবার একটি আইনজীবী প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে সশরীরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সমাবেশের অনুমতি চায়।

 

দলটির একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আইনজীবী প্রতিনিধিদল ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে সমাবেশ কর্মসূচির অনুমতির ব্যাপারে যোগাযোগ করলেও কোনো সুরাহা হয়নি।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় জামায়াতের সমাবেশ কর্মসূচির ব্যাপারে ‘না’ জানিয়েছে ডিএমপি।

 

দুপুর আড়াইটায় যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আগামীকাল ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় সমাবেশের অনুমতি চাইলেও সার্বিক বিবেচনায় তাদের অনুমতি দেওয়া হবে না।’

 

তবে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জামায়াতের মতো যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকে উন্মুক্ত জায়গায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তবে ইনডোর স্পেসে অনুমতির ব্যাপারে আলোচনা হচ্ছে।

 

একুশে সংবাদ/জ/এসএপি

 

Link copied!