AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগের কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি চাইলেন শাহাদাত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৭ পিএম, ৩১ জুলাই, ২০২৩
ছাত্রলীগের কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি চাইলেন শাহাদাত

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন। 

 

রোববার (৩১ জুলাই) বিকেলে তিনি ছাত্রলীগের দপ্তর সেলে অব্যাহতির চিঠি জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার।

 

শাহাদাত হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণেই আমি অব্যাহতি নিয়েছি। সামনে রাজনীতিই করব। যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করতে চাই। ছাত্রলীগে তো প্রায় একযুগ হলো। এখন অন্যদের সুযোগ হোক। পদ দেওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আমি কৃতজ্ঞ।’


এ দিকে উপ-দপ্তর সম্পাদক মুজিবুল বাশার বলেন, ‘তিনি ছাত্রলীগের দপ্তর সেলে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গঠনতান্ত্রিক প্রক্রিয়া মেনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

 

গত ১৩ জুলাই ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এর আগে, নতুন এই কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন বুয়েট শিক্ষার্থী ইমজিয়াজ হোসেন রাহিম রাব্বি।  

 

একুশে সংবাদ/য/এসএপি

Link copied!