সিদ্ধান্ত অনুযায়ী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করবে বিএনপি। এমনটিই জানিয়েছে দলটির সিনিরয় যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।
বৃহস্পতিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেন এ কথা জানান তিনি।
এর আগে আজ সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনের সামনে জড়ো হন। পরে পুলিশ তাদের ১০ মনিটের মধ্যে সড়ক ছেড়ে দিতে বলেন।
রিজভী সড়কে এসে নেতকর্মীদের সেখান থেকে সরে যেতে বললে ৫ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করে দেন নেতকর্মীরা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করতে চেয়েছিল। কিন্তু জনভোগান্তির কথা বলে পুলিশ সেখানে বৃহস্পতিবার সমাবেশের অনুমতি দেয়নি। পরে শুক্রবার সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করলে আওয়ামী লীগও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার সমাবেশের ঘোষণা দেয়। জানা গেছে, কাল আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করবে।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :