বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টায় দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টায় সিঙ্গাপুর যান তিনি। স্ত্রী রাহাত আরা বেগম এ সময় তার সঙ্গে যান। সিঙ্গাপুরের দুটি হাসপাতালে মির্জা ফখরুল ও তার স্ত্রী চিকিৎসা নেন।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।
এবার সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন মির্জা ফখরুল। তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন।
একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

