জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সাথে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সাক্ষাৎ করেছেন।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎ করেছেন সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওনাকে (রওশন) অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। দলের নেতৃত্ব ও নীতিনির্ধারণী বিষয়ে কোনো আলাপ না হলেও দলের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে বলে জানান জাপার মহাসচিব।
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাতীয় পার্টি।
একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :