AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৬ পিএম, ২৯ অক্টোবর, ২০২৫

ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপে বিএনপি গভীর হতাশা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, কমিশন ও সরকারের কার্যক্রম বিএনপির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি অভিযোগ করেন, “১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, সেটি জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবিত কাঠামোর সঙ্গে মেলে না। বলা হয়েছে ৪৮টি দফা গণভোটে তোলা হবে—কিন্তু এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিনের আলোচনার উদ্দেশ্য কী ছিল?”

সালাহউদ্দিন আরও বলেন, “ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন গঠিত হলেও, তাদের প্রস্তাবগুলো বিভাজন সৃষ্টি করছে। এতে ঐক্য নয়, বরং জাতির মধ্যে মতবিরোধ বাড়বে। কমিশন আসলে কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।”

আরপিও ও নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে বাধ্য করা হচ্ছে, যা রাজনৈতিক ঐকমত্যের পরিপন্থী। আমরা আশা করিনি অন্য কোনো দল এ ধরনের প্রস্তাবকে সমর্থন করবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে এখন পর্যন্ত কমিশন ও সরকারের কার্যক্রমে আমরা হতাশ।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!