মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্রলীগ `স্মার্ট বাংলাদেশ` গড়তে কাজ করবে বলে জানিয়েছেন ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন।
বুধববার (২১ ডিসেম্বর) সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা তিনি।
তিনি বলেন, গণশত্রুদের মুখোশ উম্মোচন এবং মূলোৎপাটন করা হবে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয় নিশ্চিতে কাজ করবে ছাত্রলীগ।
সাদ্দাম হোসেন বলেন, স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পাশাপাশি একাডেমিক ব্যবস্থা যেন সুদৃঢ় থাকে, সেদিকেও নজর রাখা হবে। ক্যাম্পাসে অরাজকতা তৈরির চেষ্টা হলে, ছাত্র শক্তিতে বলীয়ান হয়ে তা প্রতিরোধ করবে ছাত্রলীগ।
উল্লেখ্য, সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১১-১২ সেশনে ভর্তি হন। জন্ম- পঞ্চগড়ের বোদা উপজেলায়। বাবা আমিনুল হক ছিলেন মুজিব বাহিনীর সদস্য, বোদা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি। পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট সাদ্দাম। ২০০৮ সালে ঠাকুরগাঁও জিলা স্কুল থেকে এসএসসি এবং রাজধানীর নটরডেম কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির উপ-আইন সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাদ্দাম।
একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :